আমাদের কথা খুঁজে নিন

   

গত বছর চীনে খনি দুর্ঘটনায় ১০৪৯ জনের মৃত্যু

চীনে গত বছর কয়লা খনি দুর্ঘটনায় ১০৪৯ জন প্রাণ হারিয়েছেন, যা ২০১২ সালের চেয়ে ২৪ শতাংশ কম। সূত্রে জানা যায়, চীন বিশ্বের বৃহত্তম কয়লা ব্যবহারকারী দেশ। দেশটির খনি শিল্পে প্রায়ই নিরাপত্তা বিধি লঙ্ঘিত হয়। কেন্দ্রীয় সরকার এর ওয়েবসাইটে জানায়, ২০১৩ সালে কয়লা খনি দুর্ঘটনায় ১০৪৯ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। ২০১১ ও ২০১২ সালে এ সংখ্যা ছিল যথাক্রমে ১৩৮৪ ও ১৯৭৩। তবে কোনো কোনো মানবাধিকার সংগঠন দাবি করেছে, কয়লা খনিতে দুর্ঘটনায় মারা যাওয়া শ্রমিকের প্রকৃত সংখ্যা অনেক বেশি।

গত ডিসেম্বর মাসে চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং এলাকার বাইয়ানগোউ কয়লা খনিতে এক বিস্ফোরণে ২১ থেকে ৩৪ জনের মৃত্যু হয়েছে। মে মাসে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ান ও গুইনঝোউয়ে দুটি পৃথক বিস্ফোরণে প্রায় ৪০ খনি শ্রমিক মারা যান। এ ছাড়াও মার্চ মাসে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনের এক কয়লা খনি বিস্ফোরণে ২৮ জন প্রাণ হারান। এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.