রাজধানীর মতিঝিলে হেফাজতের সমাবেশে এস আই শাহজাহান হত্যা মামলায় বিএনপি নেতা মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, শিমুল বিশ্বাস ও আবদুল আউয়াল মিন্টুকে গ্রেফতার দেখিয়ে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান আসামিদের গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান শুনানির জন্য আগামী বছরের ৬ জানুয়ারি দিন ধার্য করেছেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশ চলাকালে পল্টন, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও মতিঝিল এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। এ তাণ্ডবের সময় মতিঝিল এলাকার এ্যালিকো বিল্ডিংয়ের পাশের বহুতল কার পার্কিং ভবনের সামনে কর্তব্যরত পুলিশের এসআই শাহজাহানের মাথায় ইট, লোহার রড, চাপাতি দিয়ে উপর্যুপরি আঘাত করে তাকে হত্যা করা হয়। নিহত এসআই শাহজাহানের পিস্তল ও গুলি খোয়া যায়। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূল রহস্য উদ্ঘাটন, সরকার উৎখাতের পরিকল্পনা, অর্থ জোগানদাতা, আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেলের উৎস সম্পর্কে জানা যাবে। এসব ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।