আমাদের কথা খুঁজে নিন

   

তদন্ত কাজে সন্তুষ্ট নন ক্রুইফ

সাফ ফুটবলে তদন্তের কাজ দ্রুতগতিতে চলছে ঠিকই। কিন্তু কমিটির কাছে যে ধরনের জবানবন্দি দেওয়া হচ্ছিল তাতে অনেকেই সন্তুষ্ট ছিলেন না। সত্যি বলতে কি এ ধরনের তদন্তে ব্যর্থতার কোনো কারণ বের হবে বলে হয় না। গতকাল তদন্ত কমিটির সামনে মুখোমুখি হয়েছিলেন জাতীয় কোচ লোডডিক ক্রুইফ। তিনি বলেছেন, আন্তর্জাতিক ফুটবলে ব্যর্থতায় তদন্ত যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না। অর্থাৎ কমিটির কাজে তিনি সন্তুষ্ট হতে পারছেন না। ক্রুইফ দৃঢ়তার সঙ্গে বলেছেন, এক টুর্নামেটে ব্যর্থ হয়েছি বলে সবশেষ হয়ে গেছে তা আমি মানি না। অথচ কারো কারো মধ্যে এত হতাশা নেমে এসেছে যে মনে হচ্ছে বাংলাদেশের ফুটবলে উন্নয়ন সম্ভবই নয়। না, দায়িত্ব যখন নিয়েছি তখন এর শেষ দেখতে চাই। যে প্রক্রিয়ায় তদন্ত চলছে তা ক্রুইফের মোটেই পছন্দ হচ্ছে না। তাই বলে তদন্ত কমিটির সামনে যেতে চাননি ক্রুইফ। তারপরও গেছেন, বলেছেন নানান কথা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.