আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে দুই জলদস্যু গণপিটুনিতে নিহত কù

নোয়াখালীর হাতিয়ার হিলটন মোড় এলাকায় পুলিশের অভিযান চলাকালে ডাকাতির প্রস্তুতিকালে গতকাল ভোরে গণপিটুনিতে জলদস্যু বাহিনী প্রধান হকসাব ও তার সহযোগী মাহমুদ উল্লা মাধু চোরা নিহত হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফজলে রাবি্ব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির প্রস্তুতিকালে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ২ জলদস্যু নিহত হয়েছে। উল্লেখ্য, শনিবার থেকে অপারেশন হাতিয়া নামে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এদিকে কুমিল্লা প্রতিনিধি জানান, গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। জেলার সদর দক্ষিণ উপজেলার লোলাই গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই গ্রামে এক বাড়িতে বুধবার ভোর রাতে ডাকাতদল কলাপসিবল গেটের তালা কেটে ঘরে ঢুকে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। পরে পালানোর সময় চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসে ইউনুস মিয়া নামের এক গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.