বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধে একমাত্র গোলটি করেন দিয়েগো কস্তা।
সাত খেলায় টানা সপ্তম জয় নিয়ে ২১ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে শিরোপাধারী বার্সেলোনা। গোল ব্যবধানে তাদের ঠিক পেছনেই অ্যাতলেতিকো। আর আগের ম্যাচে ভাগ্যের সহায়তায় জেতা রিয়াল ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।
১১ মিনিটের মাথায় রিয়ালের রক্ষণভাগের ব্যর্থতায় বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান কোকে। তার ডিফেন্স চেরা পাস কস্তাকে সহজ সুযোগ এনে দেন। গোলরক্ষক দিয়েগো লোপেজকে একা পেয়ে ফাঁকি দিতে কোনো সমস্যাই হয়নি তার।
৮ গোল নিয়ে এবারের লা লিগায় বার্সেলোনার লিওনেল মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আছেন কস্তা।
এর পর দুই দলই অসংখ্য সুযোগ তৈরি করে কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতা আর গোলরক্ষকদের নৈপুণ্যে কোনো দলই সে সব সুযোগ কাজে লাগাতে পারেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।