আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগে আতলেতিকোর প্রতিপক্ষ এসি মিলান। এই জয় তাই স্বস্তির পাশাপাশি অনুপ্রেরণাও জোগাবে তাদের।
২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে আছে আতলেতিকো। একটি করে ম্যাচ কম খেলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও লা লিগার সফলতম দল রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৭ করে।
ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে এগিয়ে যাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আতলেতিকোকে।
তৃতীয় মিনিটেই গ্যাবির বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক ধরে স্বাগতিকদের এগিয়ে দেন রাউল গার্সিয়া।
পরের মিনিটে গার্সিয়ার দারুণ পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো কস্তা। এবারের লা লিগায় ব্রাজিলীয় বংশোদ্ভূত ফরোয়ার্ডের এটা ২১তম গোল। এক গোল বেশি নিয়ে সামনে আছেন শুধু ফিফা ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো।
৭৪ মিনিটে আতলেতিকোর তৃতীয় ও শেষ গোলটি দিয়েগো গদিনের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।