কেন্দ্রীয় কর্মসুচী পালনকালে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসশয় ৫ পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে।
আজ রবিবার সকালের দিকে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনিস্টিটিউটের সামনে সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে সংঘর্ষ বেধে যায়। পরে অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ প্রায় দুই শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এসময় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। সংঘর্ষ চলাকালে ওই সড়কটিতে প্রায় ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা দূভোর্গের শিকার হন।
বিক্ষোভ প্রদর্শন চলাকালে পুলিশ শিক্ষার্থীদের উপর চড়াও হওয়ায় সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া টিয়ারসেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে বলে তারা দাবী করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করায় সংঘর্ষ বেঁধে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রনে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
আহত উপ-পরিদর্শক আবু সাদাদকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।