আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নি পুজকের নাতি ইসমাইল বুখারী সংকলিত বুখারী শরিফের মিথ্যা হাদিসগুলোকে টয়লেটে ফেলুন

আসুন আমরা ২টি ভারী বস্তু আল্লাহর কুরান ও রাসুলের(সাঃ) পরিবারকে(আঃ) অনুসরন করি।

মুগীরা বলেন,আমি নবীর(সাঃ) সঙ্গে এক সফরে ছিলাম,তাহাকে অজু করাইবার জন্য আমি চামড়ার মোজা খুলিতে উদ্দত হইলাম।তিনি বলিলেন , মোজা খুলিতে হইবে না,আমি অজু অবস্থায় ইহা পায়ে দিয়াছিলাম,এই বলিয়া হযরত(সাঃ) মোজার উপর মাছেহ করিলেন।(বুখারী শরিফ,হাদিস # ১৫০,প্রকাশক হামিদিয়া লাইব্রেরী,১৯৫৭)। কিন্তু অজুর ব্যাপারে কোরান কি বলে? ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا ৬) হে ঈমানদারগণ ! যখন তোমরা নামাযের জন্য তৈরী হও, তখন তোমাদের মুখমণ্ডল ও হাত দুটি কনুই পর্যন্ত ধুয়ে ফেলো, মাথা এবং পা দুটি মাসেহ করো৷ (সুরা মায়েদাঃ৬)। সুপ্রিয় পাঠক,যেখানে পবিত্র কোরানে পা মাছেহ করার কথা বলা হয়েছে,মোজা পড়ে মাছেহ করার কথা বলা হয় নাই।আমি বিশ্বাস করি,কোরানে যেভাবে বলা আছে রাসুল(সাঃ) সেই ভাবেই অজু করেছেন।কিন্তু পরবর্তীতে দেখা যায় যে,রাসুলের(সাঃ) নামে মিথ্যা হাদিস বানিয়ে চালিয়ে দেয়া হয়েছে।আসুন আমরা বুখারী শরিফের মিথ্যা হাদিসগুলোকে টয়লেটে নিক্ষেপ করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।