মন কি যে চায়......
'অগ্নি' মুভিটা দেখে অনেক ভাল লাগলো। দেখেই বোঝা যায় বাংলাদেশের প্রযুক্তি ব্যবহার উন্নত হচ্ছে। যদিও মুভিটি একটি ইংরেজি মুভি থেকে কপি করা। তারপরও বলতে হয় অভিনয়কারীদের চমৎকার শৈলী দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। নায়িকা অ্যাকশনধর্মী মুভি হিসেবে মাহিয়া মাহিকে আসলেই পারফেক্ট।
সবথেকে বড় কথা তাকে যে কোন ড্রেসেই থাকে ভালোভাবে মানাই। মুভিতে আরেফিন শুভ'র অভিনয়ও ছিল অসাধারণ। তবে বাংলাদেশি মুভি তো তাই গানের পরিমাণ ছিল বেশি। পরিচালকদেফ্র উচিত গানের পরিমান কমানো। গান দিয়ে ছবির সময় বাড়ানোর কোন মানেই হয় না।
আর ডায়লগের ক্ষেত্রেও আরও সচেতন হওয়া উচিত। তবে আশার কথা হয় যে সিনেমার উন্নতি হচ্ছে। এভাবে উন্নতিতে আমরা মুভিপ্রেমীরা অত্যন্ত আশাবাদী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।