ছবিতে দেখেছি, লাল জামা গায়ে দেয়া একটি শিশু পোড়া বাবার গালে
দিচ্ছে আদর, রাত জাগা লাল চোখে রমনী এক বার্ন ইউনিটে বসে
দগ্ধ স্বামীর মুখের দিকে তাকিয়ে রয়েছে অপলক।
আমি পোড়া বুক, আমি রাত জাগা নারী, আমি বাংলার বেহুলা বালা
সিঁথির সিঁদুর রাখবো বলে মৃত্যুকে মিছা বলে ভাসাই লাশের ভাসান,
ইন্দ্রের সভায় ক্লান্তিহীন নেচে নেচে আমি জয় করি দেবতারও মন;
তবু আজ হায় ভগবান! আমার সিঁদুর কেন মুছে যায়! এ কোন
কালসাপ এসেছে সংসারে! এমন আগুন পুরাণে তো দেখি নি আমি,
জানি না, এর দেবতা কোথায় থাকে!
ও মা মনসা তুমি আগুনের দেবতারে চেনাও, দয়িতেরে ফিরে পেতে আজ
হবো অগ্নি উপাসক, আবার ক্লান্তিহীন নেচে নেচে আমি জাগাবো শ্যামা অঙ্গ তার,
আবার তার ঠোঁটে রেখে ঠোঁট পৃথিবীতে জীবনের আনন্দ আমি করবো রচনা।
০২.১২.১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।