আমাদের কথা খুঁজে নিন

   

কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

সুনামগঞ্জ সদর থানার ওসি এনামুল হক জানান, সোমবার ভোর রাতে শহরের আরপনিনগর এলাকা থেকে হাসানুজ্জামান ইস্পাহানি (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
বঙ্গবন্ধু সাহিত্য ও সংস্কৃতি ফোরাম সুনামগঞ্জ সদর থানার সভাপতি হাসানুজ্জামান আরপিননগর এলাকার আবুল মিয়ার ছেলে।
ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থানা ও সুনামগঞ্জ সদর থানার পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে বলে ওসি জানান।
তিনি বলেন, হাসানুজ্জামান সুনামগঞ্জ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অতিথবাড়ি এলাকায় ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে।
ব্র্যাক ব্যাংকের বিশ্বনাথের কাস্টমার সার্ভিস ম্যানেজার গওহর আলতাফ চৌধুরী জানান, তিনি এবং গাড়ি চালক সোহেল আহমদ ব্যাংকের বন্দরবাজার শাখা ও দক্ষিণ সুরমা শাখা থেকে ৫০ লাখ করে মোট এক কোটি টাকা ব্যাগে নিয়ে মাইক্রোবাসে করে বিশ্বনাথ শাখায় যাচ্ছিলেন।
অতিথবাড়ি পৌঁছলে দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিনতাইকারী তাদের মাইক্রোবাস আটকে ছুরির ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.