প্রতিপক্ষ হিসেবে স্কটিশ চ্যাম্পিয়নরা খুব একটা বড় নাম হয়তো নয়, কিন্তু মেসির অনুপস্থিতি খর্ব করেছে বার্সেলোনার শক্তিকেও। পেশির চোটে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন মেসি। আর্জেন্টিনার এই তারকার হ্যাটট্রিকের সুবাদেই চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচে আয়াক্স আমস্টারডামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা।
স্কটল্যান্ড সফরের মোট পরিসংখ্যানটা বার্সার জন্য বেশ হতাশার। এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে দুই জয়ের বিপরীতে তিনটিতে হেরেছে তারা, ড্র হয়েছে অপরটি ম্যাচটি।
গত চ্যাম্পিয়ন্স লিগে সেলটিকের মাঠেই ২-১ গোলে হেরেছিল নউ ক্যাম্পের দলটি। তাই খাতা কলমের হিসেবে নিশ্চিত ফেবারিট হয়েও নির্ভার হতে পারছে বার্সেলোনা।
সেল্টিকের বিপক্ষে আবারো যাতে কোনো অঘটন না ঘটে, তাই এবার একটু বেশিই সতর্ক বার্সেলোনা। স্কটল্যান্ডে দলের সঙ্গে যাওয়া বার্সার ক্রীড়া পরিচালক আন্দোনি সুবিসারেতা বলেন, “সেল্টিক পার্কের পরিবেশ কেমন হবে বা কী রকম প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছি তা আমরা জানি। নিজেদের খেলার ধরণ সম্পর্কে ওরা অনেক বেশি পরিষ্কার।
”
মেসিকে ছাড়া খেলতে হবে বলে স্বাভাবিকভাবেই হতাশ পুরো বার্সেলোনা সমর্থকরা। তাদের উদ্দেশ্যে সুবিসারেতা বলেন, “বিশ্বের সেরা খেলোয়াড়কে ছাড়া কখনই আপনি খেলতে চাইবেন না কিন্তু এমনটা হয়েই থাকে। আমাদের দারুণ একটা দল আছে। তা কাজে লাগিয়ে আমরা জিতবো। ”
‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে মিলান খেলবে ইউরোপের এক সময়ের সাড়া জাগানো দল আয়াক্সের বিপক্ষে।
বার্সার সমান চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তারা। তবে দলটি শেষবার চ্যাম্পিয়ন হয়েছে সেই ১৯৯৫ সালে। তাছাড়া আয়াক্সের সুসময় যে আজ সুদুর অতীত তা বার্সার বিপক্ষে তাদের ধরাশায়ী হওয়ার চিত্রই বড় উদাহরণ।
বার্সার মতো নিজেদের প্রথম ম্যাচে ইন্টারও জিতেছিল। সেল্টিককে তারা হারিয়েছিল ২-০ গোলে।
মঙ্গলবার ‘এফ’ গ্রুপের 'বড়' ম্যাচে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামেই স্বাগতিক আর্সেনালের মুখোমুখি হবে নাপোলি ও আর্সেনাল।
‘ই’ গ্রুপের ম্যাচে চেলসি খেলবে রোমানিয়ার স্টুয়া বুকুরেশ্টের বিপক্ষে। প্রথম রাউন্ডে সুইজারল্যান্ডের দল বাসেলের কাছে ২-১ গোলে অঘটনের শিকার হওয়া চেলসি এ ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী।
এই গ্রুপের অপর ম্যাচে বাসেলের প্রতিপক্ষ জার্মানির শালকে। প্রথম ম্যাচে বুকুরেশ্টকে ৩-০ গোলে হারিয়েছিল শালকে।
গ্রুপ ‘জি’তে লা লিগায় এখন পর্যন্ত অপরাজিত দল আতলেতিকো মাদ্রিদ খেলবে পর্তুগালের পোর্তোর বিপক্ষে। শনিবার রাতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ রেখেছে স্পেনের দলটি।
অন্য ম্যাচে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ খেলবে অস্ট্রিয়া ভিনের বিপক্ষে।
জেনিত-অস্ট্রিয়া ভিনের ম্যচটি ছাড়া সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে একটায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।