আমাদের কথা খুঁজে নিন

   

চালের বেলায় চাই শায়েস্তা খানের আমল



চালের বেলায় চাই শায়েস্তা খানের আমল মুখ থুবড়ে পড়ে থাকে স্বপ্ন__হাত গালে বসে থাকি সিঁড়ির গোড়ায় ছন্দপতনের ফাকেঁ দুর্ভাগের শব্দরা হাকেঁ__স্বপ্নের চাবি তো শিক্ষিত জনের হাতের কব্জায়। একটু খেয়াল করুণ__উৎপাদন করছেন যাঁরা__যারা মৃত্তিকার শরীর ছেকে ছেনে ফলান উর্বর ধান একটি লুঙ্গির লাগি বেচাতে হয় ক'মন__উৎপাদন খরচ উঠতেই হিমসিম__ আবার দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাতে বাড়াতে হবে বেতন__অথচ কমাতে হবে ধানের দাম সাহেবেরা পাবেন আরাম__কৃষকের আল্লাহর আর রাম নাম। চালের বেলায় চাই শায়েস্তা খানের আমল__ বেতন বৃদ্ধির বেলায় ব্যবহার করি আধুনিক যন্ত্রকল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।