আমাদের কথা খুঁজে নিন

   

মনের ভাষা বুঝবে ফেসবুক!

এবার মনের ভাষা বুঝবে ফেসবুক। মনের ভাষা বুঝার জন্য তৈরি করা হচ্ছে নতুন পদ্ধতি। আটজন বিশেষজ্ঞের একটি দল গঠনের মাধ্যমে এ পদ্ধতি আনছে ফেসবুক। বিশেষজ্ঞ দল ফেসবুকে পোস্টদাতার মনের ভাষা বুঝতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে বিশেষ একটি সিস্টেম তৈরি করবে।   অনেকটা মানুষের মস্তিষ্কের মতোই কাজ করবে এই কৃত্রিম পদ্ধতি।

ফেসবুক চাচ্ছে একজন ব্যবহারকারীর বিভিন্ন পোস্ট যেমন স্ট্যাটাস, ছবি, ভিডিও ইত্যাদি বিবেচনা করে তার মনের ভাব বুঝতে। এরপর সে অনুযায়ী, তার সঙ্গে ব্যবহার করবে ফেসবুক।

প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক স্রোফারএই বিষয়ে বলেন, ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিড আরো আধুনিক এবং স্মার্ট করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে একজন ব্যক্তির নিউজ ফিডে দেড় হাজারের মতো পোস্ট প্রদর্শন করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যক্তির মনোভাব বোঝা সম্ভব হলে এই নিউজ ফিডে পোস্টের সংখ্যা ৩০ থেকে ৬০ এর মধ্যে নিয়ে আসা সম্ভব হবে।

শুধু নিউজ ফিড ঢেলে সাজানোই নয় আরো অনেক কাজেই ব্যবহার করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সিস্টেম।

ফেসবুক সম্প্রতি স্ট্যাটাস সম্পাদনার সুযোগ করে দিয়েছে। এখন চাইলে একজন ব্যবহারকারী তার নিজের লেখা স্ট্যাটাস পরবর্তীতে সম্পাদনা করতে পারবেন। এজন্য স্ট্যাটাসের ডানদিকে থাকা তীর চিহ্নের উপর ক্লিক করে 'এডিট' অপশনটি বেছে নিতে হবে।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.