ফাইল ছবি
ফাইল ছবি
মঙ্গলবার সকাল ১০টা ৪৩ মিনিটে বিচারপতি একেএম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই রায় ঘোষণা শুরু হয়।
এর আগে ট্রাইব্যুনালের বাইরে হুম্মান সাংবাদিকদের বলেন, “রায় গতকালই পইড়া ফালাইছি। আজ তামশা দ্যাখতে আইছি।”
রায় আগে কীভাবে পড়লেন জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকার এই পুত্র বলেন, “জাস্টিস কনসার্ন ডট অর্গ নামের একটা ওয়েবসাইটে।”
একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
বাবার সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে হুম্মাম পাল্টা প্রশ্ন করেন, “আইজ পর্যন্ত দ্যাখছেন মুখ বন্ধ কইরা থাকতে?”
রায় দেখতে কে কে এসেছেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফুল গুষ্টিসুদ্ধা চইলা আইছি”
সালাউদ্দিন কাদেরের বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও মেয়ে ফারজিন কাদের চৌধুরীও এ সময় তার পাশে ছিলেন।
এক পর্যায়ে হুম্মাম সাংবাদিকদের বলেন, “আমার বাবারেত সাকা বানাইছেন, আমারে আবার হুকা বানাইয়েন না।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।