আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতায় ট্রেন দুর্ঘটনায় এক বাংলাদেশি আহত

ভারতের রাজস্থান রাজ্যের আজমির শরিফ থেকে কলকাতায় ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি। তাঁর নাম মহম্মদ রফিক সরকার। তাঁর বাড়ি কুমিল্লায়।

গতকাল সোমবার রাত আটটার দিকে কলকাতার দমদম ও বিধাননগর স্টেশনের মাঝামাঝি জায়গা থেকে আহত অবস্থায় রফিককে উদ্ধার করেন রেলওয়ে পুলিশ ও রেলের এক কর্মী। রাতেই তাঁকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রফিকের ডান পায়ের গোড়ালি রেলে কাটা পড়েছে। রফিক একজন গায়ক বলে জানা গেছে। রফিকের কাছে পাওয়া গেছে বাংলাদেশের পাসপোর্ট, একটি মুঠোফোন ও কিছু বাংলাদেশি টাকা। তিনি আজমির থেকে কলকাতার শিয়ালদহ স্টেশনে ফিরছিলেন।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.