মঙ্গলবার রায় হওয়ার নয় ঘণ্টা পর রাতে নিজের গুলশানের কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসন। ঢুকেই জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
সংসদ সদস্য এবং দলের অন্যতম নীতি-নির্ধারকের বিরুদ্ধে রায়ের পর বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে এই বৈঠককে কেন্দ্র করে গণমাধ্যমের কর্মীরা গুলশানের ওই কার্যালয়ে ভিড় জমিয়েছেন।
বৈঠকে রয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, জয়নাল আবেদীন প্রমুখ।
১৮ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান হাসনাত আমিনীও বিএনপি চেয়ারপারসনের ওই কার্যালয়ে রয়েছেন। তারা অন্য একটি কক্ষে রয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।