আমাদের কথা খুঁজে নিন

   

চালক নুরুল ইসলামের অবস্থা অপরিবর্তিত

রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে দৃর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ কার্ভার্ড ভ্যানের চালক নুরুল ইসলামের অবস্থা অপরিবর্তিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন নুরুল ইসলামের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে।

সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের পর কিছু দুর্বৃত্ত গতকাল তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দিলে তিনি বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু অগ্নিদগ্ধ হওয়া থেকে তিনি রক্ষা পাননি। আগুনে তাঁর দুই হাত ও কোমর থেকে পা পর্যন্ত পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিত্সক মিজানুর রহমান সাংবাদিকদের বলেছেন, নুরুল ইসলাম এখনো আশঙ্কামুক্ত নন। আগামীকাল তাঁর হাত ও পায়ে ড্রেসিং করা হবে। এরপর তাঁর পরবর্তী অবস্থা জানা যাবে।

আজ দুপুরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, নুরুল ইসলাম তীব্র যন্ত্রণায় কোকাচ্ছেন। পাশে তাঁর মা আমেনা বেগমসহ অন্য আত্মীয়স্বজনেরা।

নুরুলের মা আমেনা বেগম বলেন, ‘আপনারা দোয়া করেন। আমার ছেলে ভালো হইয়া যাইব। ’

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.