আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা : বাংলা

১. দ্বিকর্মক ক্রিয়ার বাক্য কোনটি?

ক. তাকে খাবার দাও খ. ছেলেটা কানে শোনে না

গ. তুমি কোথায় থাক ঘ. আকাশে চাঁদ উঠেছে।

২. আর গালিচার উপরে শাড়ির বাঁকা পাড়টির নিচে দুখানি খালি পা কোন রচনার উক্তি?

ক. একটি তুলসী গাছের কাহিনী

খ. বিলাসী গ. একুশের গল্প ঘ. হৈমন্তী

৩. রামায়ণ রচিত বাল্মীকির পূর্ব নাম কি?

ক. মণিরত্ন খ. রত্নকর গ. নূরানী ঘ. ত্রস্তয়ী

৪. শরৎচন্দ্র কত সালে কুন্তলীন পুরস্কার পান?

ক. ১৯০৩ সালে খ. ১৯০৭ সালে

গ. ১৯১৮ সালে ঘ. ১৯২১ সালে

৫. পয়জার শব্দের অর্থ কী?

ক. পায়জামা খ. পাদুকা গ. ঘড়ি ঘ. জামা

৬ এইডস রোগ প্রথম ধরা পড়ে কাদের মধ্যে?

ক. যৌনকর্মীদের মধ্যে খ. ট্রাক ড্রাইভারদের মধ্যে

গ. সমকামীদের মধ্যে ঘ. স্বামী-স্ত্রীর মধ্যে

৭. হে বঙ্গ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. বাংলা ভাষা খ. বাংলা সাহিত্য

গ. বাংলাদেশ ঘ. বাঙালি জাতি

৮. ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে গঠিত_

ক. নায়িকা খ. সেবিকা গ. মালিকা ঘ. শ্যালিকা

৯. নিচের কোনটি দ্রাবিড়ীয় শব্দ?

ক. ঝোল খ. ভিটা গ. সম্বু ঘ. কোনটি নয়

১০. নিপনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?

ক. প্রেষণ খ. দ্যুলোক গ. আশ্চর্য ঘ. মনীষা

১১. ঞযব সধহ রং ড়ভভ যরং যধৎফ-এর সঠিক বঙ্গানুবাদ_

ক. লোকটির মাথা খারাপ হয়েছে

খ. লোকটি নিজের মাথায় নিজের কুড়াল মেরেছে।

গ. লোকটি হাত মুঠ করে আছে

ঘ. লোকটির হাত খালি

১২. ড়েড়ফরিষষ শব্দের পরিভাষা_

ক. সদিচ্ছা খ. সৌভাগ্য গ. সম্পত্তি উইল ঘ. সুনাম

১৩. বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত ছিল?

ক. এক মাস খ. সাতদিন

গ. এক মাস সাতদিন ঘ. দেড় মাস

১৪. নিচের কোনটি যৌগিক শব্দ?

ক. তৈল খ. রেশম গ. মহাযাত্রা ঘ. দৌহিত্র

১৫. 'চোর' শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কি অর্থ প্রকাশ পায়?

ক. শ্রদ্ধা খ. অবজ্ঞা গ. সাদৃশ্য ঘ. সামীপ্য

১৬. 'পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয়, কন্যার জন্য তাহার অর্ধেক' উক্তিটি কোন রচনার

ক. বিলাসী খ. অর্ধাঙ্গী

গ. শকুন্তলা ঘ. সৌদামিনী মালো

১৭. কোন বানানটি সঠিক?

ক. অনুগামিনী খ. অনূগামিনী

গ. অনুগামিনি ঘ. কোনটি নয়

১৭. ব্যাকরণ শব্দটি গঠিত হয়েছে_

ক. বি+আ+কৃ+অন খ. বী+আ+কৃ+অন

গ. বি+অ+কৃ+অন ঘ. বি+আ+কর+ন

১৯. পালিলাম আজ্ঞাসুখে 'পাইলাম কালে' কে পেয়েছিল?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কায়কোবাদ

গ. কাজী নজরুল ইসলাম ঘ. মাইকেল মধুসূদন দত্ত

২০. শিল্পসম্মত বাংলা গদ্যরীতির জনক হিসেবে খ্যাত_

ক. প্রমথ চৌধুরী খ. দীনেশচন্দ্র সেন

গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. কাজী নজরুল ইসলাম

২১. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়?

ক. ১৭৪৩ খ. ১৭৪২ গ. ১৭৩৪ ঘ. ১৭২৪

২২. পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক. ২৬ খ. ৩২ গ. ৩৬ ঘ. ২৮

 

উত্তরমালা : ১.ক ২.ঘ ৩.খ ৪.ক ৫.খ ৬.গ ৭.ক ৮.গ ৯.ক ১০.ক ১১.ক ১২.ঘ ১৩.ঘ ১৪.ঘ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.ঘ ২০.গ ২১.ক ২২.ক।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.