ওষুধের দোকান সব সময়ই হরতাল, ধর্মঘট বা কারফিউয়ের আওতামুক্ত থেকেছে। কিন্তু নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আটক হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। এতে রোগীদের দুর্ভোগ বেড়েছে। ভুক্তভোগীরা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সচিব মুনির হোসেন প্রথম আলো ডটকমকে আজ সকালে বলেন, আটক ব্যবসায়ীদের মুক্তির দাবিতে সারা দেশে তাঁরা সর্বাত্মক ধর্মঘট পালন করছেন।
এদিকে অচলাবস্থা কাটাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছিল।
রাজধানীর মিটফোর্ড এলাকা ঘুরে দেখা গেছে, ওষুধ ব্যবসায়ীরা দোকানের ঝাঁপ ফেলে রাস্তায় অবস্থান নিয়েছেন। তবে মঞ্জুর মার্কেটে নিপা ড্রাগ নামের একটি দোকান খোলা রয়েছে। সেখানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
ওষুধ ব্যবসায়ীদের এই অযৌক্তিক ধর্মঘটে ভুক্তভোগীরা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন, চট্টগ্রামের আন্দরকিল্লা, খুলনার সবচেয়ে বড় ওষুধের বাজার হেরাজ মার্কেট, রাজশাহীর লক্ষ্মীপুর এবং রংপুর মেডিকেল কলেজসংলগ্ন ধাপ এলাকার অধিকাংশ ওষুধের দোকান আজ সকাল থেকে বন্ধ রয়েছে।
তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্ধিত অংশের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের কারণে ওই এলাকায় ওষুধের দোকান খোলা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।