আকাশ ছুঁব...
মরণের ওষুধ
-অদ্বিতীয়া সিমু
গণতন্ত্রের বাটিতে করে কুসুম উষ্ণ দুধ খেতে চাইলাম
কোথায় দুধ! ঝাঁঝ মেশানো আনকোরা কোলা
নাবালিকা সংবাদপত্রের হাত ধরে কোলা মালিকের প্রবেশ।
বখাটে টিউবলাইটের স্পষ্ট আলোয় দেখতে পেলাম
বহুগামিতার ধবধবে সাদা আয়না,
মাতাল একথোকা আঙুর কিংবা লিঁচুফল নিয়ে
গবেষণায় মত্ত পুঁজির প্রভু,
দূরে হারিকেনের আলোয় কতগুলো মরাকঙ্কালসার মুখ
জানি না কোন কবরখানায় পঁচবে।
কিন্তু প্রতিবাদ নেই,শুধুই মৌনতা
ছায়ার মত নির্জনতা
আশ্চর্য!
আমি হাসপাতালের বেডে শুয়ে মরণের ওষুধ খুঁজি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।