আমাদের কথা খুঁজে নিন

   

বিচার বিভাগের গোপনীয়তা রক্ষায় সরকার ব্যর্থ: ফারুক

বৃহস্পতিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এই বিএনপি নেতা বলেন, “সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় আদালতের ঘোষণার একদিন আগেই ইন্টারনেটের মাধ্যমে বেরিয়ে গেছে। এই ঘটনা থেকে প্রমাণ হয়েছে- সরকার বিচার বিভাগের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা আদালতকেও আজ প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। ”
বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেন, গত সাড়ে চার বছরে সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।

দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানও তাদের কারণে নিরপেক্ষতা হারিয়েছে।
“সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগেই তা প্রকাশ পেয়ে গেছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার রায় আগে প্রকাশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় জিডিও হয়েছে। এভাবে সরকার বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে।


গত মঙ্গলবার ট্রাইব্যুনালের রায়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের আদেশ হয়। কিন্তু রায় ঘোষণার সময় সালাউদ্দিন ও তার পরিবারের পক্ষ রায় আগেই ইন্টারনেটে প্রকাশের দাবি করা হয়।
পরদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জানান, রায়ের খসড়ার আংশিক ফাঁস হয়েছে।
এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে বলেও জানান তিনি।
জাতীয় গণতান্ত্রিক পার্টি মহানগর কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সভাকক্ষে ‘নির্দলীয় সরকারের একদফা দাবি: সময়ের দাবি’ শীর্ষক এই আলোচনা সভা হয়।


সভায় নির্দলীয় সরকারের দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “সংসদ বহাল রেখে নির্বাচনের বিধান পৃথিবীর কোনো দেশে নেই। সংসদ নেতাকে বলব- এখনো সময় আছে, আসন্ন অধিবেশনে নির্দলীয় সরকারের বিল নিয়ে আসনু। তা পাশ করুন। ”
“অন্যথায় দেশনেত্রীর নেতৃত্বে আন্দোলনেই সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে। ”
এককভাবে নির্বাচন অনুষ্ঠানে ব্যাপারে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের জবাবে জয়নুল আবদিন ফারুক বলেন, “আপনারা বলছেন, বিএনপি না আসলেও নির্বাচন করবেন।

আমরা স্পষ্টভাষায় বলতে চাই, বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে না। সরকারি দলের নেতারা যেসব হুংকার দিচ্ছেন তা তাদের মুখের কথা মাত্র। ”
মহানগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান, সুইজারল্যান্ডের মানবাধিকার কর্মী মিস ক্যারোলি প্রমুখ বক্তব্য রাখেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.