আমাদের কথা খুঁজে নিন

   

সিল্ক রোড বন্ধ

সংবাদ সংস্থা বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, জনৈক রস উইলিয়াম আলব্রিটকে সম্প্রতি সিল্ক রোডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, তাকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত করা হয়েছে।
এফবিআই জানিয়েছে, তারা প্রায় ৩৬ লাখ ডলার মূল্যের বিটকয়েনও উদ্ধার করেছে, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় বিটকয়েন জালিয়াতির ঘটনা।
সিল্ক রোড ওয়েবসাইটটিও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
নিউ ইয়র্কের আদালতে দাখিলকৃত কাগজপত্রে বলা হয়, “২০১১ সালের জানুয়ারী থেকে ২০১৩ সালের  সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অনলাইন মার্কেটের মাধ্যমে বিভিন্ন অবৈধ পণ্য বিক্রি করেছে।

আর বিভিন্ন গ্রাহক বিটকয়েনের মাধ্যমে সেই সুবিধা ভোগ করেছে। ” এর সঙ্গে যুক্ত হয়েছে টর ব্রাউজার ব্যবহার করে আর গোপন পন্থা ব্যবহার করে গ্রাহকদের ঠকানোর অভিযোগ।
অন্য আরেকটি প্রমাণপত্রে দেখানো হয়েছে, এই সাইটটির গ্রাহকদের পরিচয়পত্র ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গ্রাহককে হুমকিও দিয়েছে তারা।
আদালতের প্রমানপত্রে দেখা যায় ২৯ বছর বয়সী আলব্রিট টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত ইউনিভার্সিটি অফ পেন্সিলভানিয়ায় পড়াশোনা করেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.