প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবলে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, তারপর থেকে স্তিমিত সিল্ক রোডকে এফবিআই অনলাইনের সবচেয়ে বড় চোরাকারবারি বলে অভিহিত করেছে।
কিন্তু কত বড় ছিল এই সিল্ক রোড? নিচে বর্ণিত আলব্রিটের বিরুদ্ধে আনা নিউ ইয়র্কে ফৌজদারি এবং ম্যারিল্যান্ডে অভিযোগ তারই একটি ধারণা দেবে:
৯৫,১৯,৬৬৪ বিটকয়েন
২০১১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ২০১৩ সালে ২৩ জুলাই পর্যন্ত সিল্ক রোডের আয়ের তালিকা, যা ১২০ কোটি ডলারের সমান।
১২,২৯,৪৬৫ বিটকয়েন
৬ ফেব্রুয়ারি ২০১১ থেকে ২৩ জুলাই ২০১৩ পর্যন্ত ১,৪৬,৯৪৬ জন ক্রেতা এবং ৩,৮৭৭ জন বিক্রেতাবিশিষ্ট সিল্ক রোডের সম্পূর্ণ লেনদেনের হিসাব।
৬,১৪,৩০৫ বিটকয়েন
উপরের লেনদেন থেকে পাওয়া কমিশনের পরিমাণ, যা সাত কোটি ৯৮ লাখ ডলারের সমান।
১৮,২০৫.৫০৬৬৪৯ বিটকয়েন
২০১৩ সালের ১৪ই সেপ্টেম্বর সকাল ৬টা বাজে জমাকৃত এসক্রো সিস্টেমের পরিমাণ যা ২৫ লাখ ৪৮ হাজার ডলারের বেশি।
১,০০০ থেকে ২,০০০ ডলার
একজন সিল্ক রোড কর্মকর্তার সাপ্তাহিক লেনদেনের পরিমাণ।
১৯,৪৫৯ ডলার বিটকয়েনে
২০১৩ সালের জুলাই মাসে আলব্রিটের এক দিনের লেনদেনের হিসাব।
৩৪,০০,০০০ ডলার
২০১৩ সালের ২৩ জুলাই সমপরিমাণ বিটকয়েন আলব্রিটের অ্যাকাউন্টে জমা হয়।
৯,৫৭,০৭৯
২০১৩ সালের ২৩শে জুলাই পর্যন্ত সিল্ক রোড রেজিস্ট্রিকৃত অ্যাকাউন্টের সংখ্যা।
১২,১৭,২১৮
২০১৩ সালের ২৪ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত এফবিআই এবং সিল্ক রোডের মধ্যে চালাচালি করা বার্তার সংখ্যা।
১৩০০
২৩ সেপ্টেম্বর উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ।
১৫৯
সিল্ক রোডের তালিকাভুক্ত সেবার সংখ্যা। যার মধ্যে রয়েছে দেশি-বিদেশী ১০টিরও বেশি ওয়েবসাইট, ফেইসবুক, টুইটার অ্যাকাউণ্ট, এটিএম মেশিন হ্যাকিং, অস্ত্র এবং খুন।
৮০১
সিল্ক রোড থেকে উদ্ধারকৃত তালিকাভুক্ত বিভিন্ন হ্যাকিং সরঞ্জামের সংখ্যা।
১৬৯
মোট জালিয়াতির সংখ্যা।
শতাধিক
নেটওয়ার্কটিকে শনাক্ত করতে এফবিআই অফিসারের সংখ্যা।
৮০,০০০ ডলার
সিল্ক রোডের একজন সদস্যকে হত্যার জন্য এফবিআইয়ের এক অফিসারকে আলব্রিটের দেওয়া ডলারের পরিমাণ।
১,৬৭০ বিটকয়েন
সিল্ক রোডের এক ব্যবহারকারী রেডঅ্যান্ডহোয়াইটকে বেআইনিভাবে আলব্রিটের সমপরিমাণ ডলার প্রদানের সংখ্যা। আলব্রিটকে ব্ল্যাকমেইলকারী এক ব্যবহারকারীকে হত্যার জন্য এই অর্থ প্রদান করে আলব্রিট।
৯
২০১৩ সালের ১০ জুলাই আলব্রিটের অ্যাপার্টমেন্টে পাওয়া জাল পরিচয়পত্রের সংখ্যা।
১,০০০ ডলার
আলব্রিটের মাসিক বাড়িভাড়া, যেখানে সে আরও দুজন রুমমেট নিয়ে থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।