আসসালামুয়াল্যকুম। কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন। যাই হোক আজ্জ আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কি ভাবে অন-লাইন এর ফ্রী টুল এর মাধ্যমে আপনার ওয়েবসাইট/ব্লগের লোগো তৈরি করবেন। এই সমস্যা তে আমি নিজেই পরেছিলাম এবং শেষ পর্যন্ত আমি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছি। তাই ভাবলাম আমার অভিজ্ঞতা টুকু আপনাদের সাথে শেয়ার করি।
প্রথমেই বলে রাখা ভালো যে আমার এই লিখা অভিজ্ঞ কারো জন্য নয়,আমার মত যারা নতুন কেবল শিখছে তাঁদের জন্য। কারন যাঁদের অভিজ্ঞতা বেশি আমার মনে হয়না এই টুল তাঁদের কোন কাজে আসবে। যাই হোক কাজের কথায় আসি,নিচের দেওয়া টুল(ওয়েবসাইট) লিস্ট এর যে কোন ওয়েবসাইট এ যেয়ে আপনি আপনার পছন্দমত লোগো আপনার ওয়েবসাইট/ব্লগের জন্য তৈরি করে নিতে পারবেন। তৈরি হয়ে গেলে লোগোটি সেভ অথবা ডাউনলোড করে আপনার ওয়েবসাইট/ব্লগের হেডার এ আপলোড করুন।
ওয়েবসাইট/ব্লগের লোগো তৈরি করার ফ্রী অন-লাইন টুলস সমূহের তালিকাঃ
ঠিক আছে চেষ্টা করে দেখেন আপনিও আমার মত লোগো বানাতে পারেন কিনা।
ভালো থাকবেন আর আপনার পাশের মানুষটিকেও ভালো রাখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এই ২০ টা টুলস নিয়া এক এক করে বিস্তারিত লিখার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ্ হাফেয।
লিখাটি পূর্বে আমার ওয়েবসাইট এ প্রকাশিত।
সময় থাকলে ঘুরে আসুন আমার ওয়েবসাইট থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।