আমাদের কথা খুঁজে নিন

   

সাকার আইনজীবীর অফিসের কম্পিউটার জব্দ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার কৃষ্ণপদ রায় শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “আমাদের তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে। ”
এই পুলিশ কর্মকর্তা জানান, ফখরুল ইসলামের কাকরাইলের অফিস থেকে কম্পিউটারের পাশাপাশি ‘আরো কিছু জিনিসপত্র’ জব্দ করা হয়েছে।
মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে কৃষ্ণপদ জানান।
এ বিষয়ে ব্যারিস্টার ফখরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি চেম্বারে ছিলাম না।

তবে চেম্বারের লোকজন আমাকে জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শ খানেক লোক এসে আমাদের লোকজনকে ঘিরে ফেলে এবং তল্লাশি করে। ”
সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী বলেন, চেম্বারে তার কক্ষ তালাবন্ধ ছিল। অভিযানের কথা শুনে তিনি চাবি পাঠিয়ে দিলেও তা পৌঁছানোর আগেই পুলিশ দরজা ভেঙে তার ঘরে ঢোকে।
“সেখান থেকে দুটি কম্পিউটার, একটি প্রিন্টার এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের সার্টিফাইড কপির একটি ফটোকপি নিয়ে গেছে। ৪টার দিকে ডিবি পুলিশ চলে গেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।