আমাদের কথা খুঁজে নিন

   

টিসিবির পিয়াজই রংপুরবাসীর ভরসা

কোরবানির ঈদ ও দুর্গাপূজাকে সামনে রেখে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পিয়াজই এখন রংপুর নগরবাসীর ভরসা। স্থানীয় বাজারে ৮০-৮৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি হচ্ছে। সেখানে টিসিবি বিক্রি করছে ৫৫ টাকা কেজিতে। দাম কম হওয়ায় মানুষও চাহিদা অনুয়ায়ী পিয়াজ কিনছেন। ফলে প্রতিটি টিসিবির ট্রাকের সামনে পিয়াজ কিনতে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সিটি বাজারের সামনে পিয়াজ কিনতে আসা রংপুর উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সিদ্দিকুর রহমান শামীম বলেন, খোলা বাজারের চেয়ে টিসিবির পিয়াজ কেজিপ্রতি ২৫-৩০ টাকা কমে পাচ্ছি। ফলে আগাম ঈদের পিয়াজ কিনছি। এতে আর্থিকভাবে অনেক উপকৃত হচ্ছি।

গত ১ সেপ্টেম্বর থেকে রংপুরে ট্রাকে করে পিয়াজ বিক্রি শুরু করছে টিসিবি। নগরের প্রেসক্লাব, সিটি বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ট্রাকে করে প্রতিদিন ৫৫ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি করছে টিসিবি।

টিসিবি রংপুর আঞ্চলিক কর্মকর্তা সুজাউদ্দৌলা সরকার বলেন, পর্যাপ্ত পিয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে। কোরবানির ঈদ পর্যন্ত এ কার্যক্রম চলবে। ডিলাররা যাতে কারসাজি করতে না পারেন সে জন্য বিক্রি কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।