আমরা ভোট দিয়ে শাসক
নির্বাচিত করি দেশের
সেবা করার জন্য। নির্বাচিত
সরকার দেশের মানুষের
আশা আকাঙ্খার প্রতিফলন
করবে এটাই নিয়ম। কিন্তু আমাদের
সরকারের কার্যকলাপ যত
দেখছি আমার তত সন্দেহ
হচ্ছে সরকার কি দেশের সেবক
নাকি ভারতের সেবক। যার
সর্বশেষ উত্কৃষ্ট উদাহরন
রামপালের কয়লা বিদ্যুত প্রকল্প।
আমাদের সরকারের প্রানের বন্ধু
ভারত।
বন্ধুর
প্রতি ভালবাসা প্রকাশের
ভঙ্গিমার শেষ নেই। তাদের
আদরের আবদার রাখতে কখন নদীর
বুকে বাধঁ
দিয়ে রাস্তা করে দেই,কখন
গোপনে ট্রানজিট দিয়ে দেই।
ভারত বন্ধুত্বের প্রতিদান দেয়
তিস্তা পানি চুক্তি ঝুলিয়ে রেখ
হিসাব ঝুলিয়ে রেখে আর
মাঝে মাঝে প্রীতি উপহার
হিসেবে সীমান্তে দু
একটা গুলি করে লাশ উপহার দিয়।
এত প্রতিদানের কিছুটা ফেরত
দিতেই হয়ত সুন্দরবন ধ্বংস
করে ভারতকে ব্যবসায়িক
সুবিধা দিতে। তাই মাননীয়
প্রধানমন্ত্রীর কাছে দেশের
মানুষের আকাঙ্খার কোন মুল্যই
নেই।
বন্ধুর উপকার কখন করবে সেই
চিন্তায় উদগ্রীব। এর
আগে ঘোষণা দিছিলেন বাইশ
তারিখ রামপাল বিদ্যুত কেন্দ্র
ভিত্তি স্থাপন করবেন।
প্রতিবাদে তেল গ্যাস
রক্ষা কমিটি বার তারিখের
মাঝে এটির কাজ বন্ধ করার
আল্টিমেটাম দেয়। তাই
প্রধানমন্ত্রী জেদ করেই
বুঝি আজই ভিত্তি স্থাপন করবেন।
তারজন্য আলাদা আইন তাই
আদলতে রিট খারিজ হওয়ার
আগেই এই সিদ্ধান্ত।
ভোটটা কিন্তু জনগন দিবে ভারত
না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।