শুক্রবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, “মুখে তারা যতই বলুক, বাস্তবে তারা প্রচার প্রচারণায় এগিয়ে যাচ্ছে। সম্প্রতি বরিশাল যাওয়ার পথে এবং অন্যান্য সড়কগুলোর পাশে বিরোধীদলের নেতা-কর্মীদের ডিজিটাল চেহারা দেখতে পেয়েছি। সরকারের চেয়ে বিরোধীদলের প্রচারণাই বেশি।
“এ কারণে নির্বাচন নিয়ে আর কোনো আশঙ্কা নেই।
”
বিরোধীদল বলে আসছে, নির্দলীয় সরকার ছাড়া তারা কোন নির্বাচনে যাবে না। নির্বাচন হতে দেয়া হবে না। অন্যদিকে ক্ষমতাসীনরা বলছে, সংবিধান মেনে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘মৈত্রীর বন্ধনে রুখে দাঁড়াও মৌলবাদ-সাম্প্রদায়িক নিপাত যাক’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে সার্ক কালচারাল সোসাইটি।
রাজনীতিবিদদের ১/১১ থেকে শিক্ষা নেয়া উচিত মন্তব্য করে যোগাযোগ মন্ত্রী বলেন “কিছু কিছু রাজনীতিবিদ তাদের আচার-আচরণ ও বক্তব্যে চিড়িয়াখানার আজব জীবে পরিণত হচ্ছে, রাজনীতিক হিসেবে নিজেদের মর্যাদা রক্ষা করতে হবে।
”
“ভাল মানুষ রাজনীতি থেকে সরে যাচ্ছে , খারাপ মানুষ রাজনীতির মঞ্চ দখল করছে, ক্ষতি হচ্ছে দেশের গণতন্ত্রের, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। ”
২৪ অক্টোবর পর থেকে মন্ত্রীরা দৈনিন্দন কাজ করবে জানিয়ে ওবায়দুল কাদের
বলেন, যে কয়টি দিন বাকি আছে সে সময় শুধু কাজ করতে চাই।
মৌলবাদিদের রোখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভারতে যারা গুজরাটে, বাবরি মসজিদে হামলা চালিয়েছে, আর বাংলাদেশে যারা কক্সবাজার নোয়াখালীতে হামলা চালিয়েছে, তারা একই।
অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় শিল্পীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “ভারতের সাথে আমাদের খুব সুসম্পর্ক। তবে এখানো আমরা সীমান্ত অংশ ও তিস্তার পানির হিস্যা পাইনি।
“কেন্দ্রীয় সরকারকে দোষ দিতে চাই না, তাদের আন্তরিকতরা অভাব নেই, পশ্চিম বাংলা থেকে যখন বাধা আসে তখন কষ্ট পাই। আপনাদের নেত্রীর বিরোধিতা আমাদের কষ্ট দেয়, বন্ধুর সাথে ঝগড়া করতে চাই না, জনগণ বন্ধুদের ভুল বুঝুক তা চাই না”
অনুষ্ঠানে সার্ক কালচারাল সোসাইটি চেয়ারম্যান সাবেক এমপি আবু হোসেন বাবলা, পশ্চিম বাংলার কবি বাবু সরোজ কুমার চৌধুরী বক্তব্য রাখেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।