আমাদের কথা খুঁজে নিন

   

কমলাপুর স্টেশনে খুন করে টিকিট বিক্রির টাকা লুট

ঈদ-পূজার ব্যস্ততার মধ্যে দেশে রেল যোগাযোগের কেন্দ্রবিন্দু রাজধানীর প্রধান স্টেশনে শুক্রবার রাতে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মো. ইস্রাফিল (৫৫) রেলের চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন।
এই হত্যাকাণ্ডের খবর পেয়ে শনিবার সকালে রেল স্টেশনে যান। তিনি তদন্ত কমিটি গঠন এবং দায়িত্বে অবহেলার জন্য ১০ জনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।  
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ইস্রাফিলের লাশ কমলাপুরের একটি অস্থায়ী কাউন্টার থেকে উদ্ধার করা হয়।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইস্রাফিল গতকাল (শুক্রবার) টিকিট বিক্রি করে ওই কাউন্টারের সঙ্গে থাকা ছোট্ট একটি কামরায় ঘুমিয়েছিল। রাতের কোনো এক সময় দুবৃর্ত্তরা ঢুকে তাকে বেঁধে শ্বাসরোধে হত্যার পর বাইরে থেকে কাউন্টারে তালা মেরে যায়। ”
ঈদ ও পূজা ঘিরে এবার রেল টিকিটের চাহিদা অন্যবারের চেয়ে বেশি। অস্থায়ী কাউন্টার বসিয়ে কমলাপুরে আগাম টিকিট বিক্রি হচ্ছে কয়েকদিন ধরে। এর মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটল।


ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের আগাম টিকেট কিনতে আসা মানুষের ভিড়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রেলকর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ”
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের আগাম টিকেট কিনতে আসা মানুষের ভিড়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার তদন্তে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে। নিহতের পরিবারকে ১ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী।

 
রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. শরিফুল আলম জানান, এই ঘটনা তদন্তে ছয় সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শশী কুমার সিংহকে। অন্যটির প্রধান রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেলাল উদ্দিন।
শরিফুল আলম বলেন, এই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য রেল পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে চারজন রেল পুলিশের এবং বাকিরা রেল নিরাপত্তা বাহিনীর সদস্য।


তারা হলেন- মো. রিয়াজুল, মো. সোহাগ, হারুনুর রশিদ, মো. সালাউদ্দিন, এএসআই হাবিবুর রহমান, হাবিলদার হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম ও মনির হোসেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.