আমার জানা মতে টংগি হতে কমলাপুর পর্যন্ত ২৬ টি রেল ক্রসিং আছে ঢাকা শহরে। বেশিরভাগ ট্রেন ঢাকায় প্রবেশ করে বিকাল ৪;৩০ হতে ৯;৩০ এর মধ্যে। আর যাবতীয় কর্মস্হল ছুটি হয় অন্তত্ ৫ টায়। আমার কুড়িল বিশ্বরোড দিয়ে বেশিরভাগ যাতায়ত হয়, আর চোখের সামনে দেখি ঐ সময়ের ট্রেন আসার করনে তুমুল জ্যাম।
একটি কাজ করলে কেমন হয়:
কমলাপুর রেল স্টেশন সরিয়ে টংগি নিয়ে আসলে শহরের যাবতীয় যান বাধাহীন হবে।
অথবা ,
সমস্ত ট্রেন এর ঢাকায় আগমন সময় রাত ৯ টার পরে এবং সকাল ৭ টার আগে করা।
( মনুর মনে একটা প্রশ্ন, দেশে এমন কোন ক্ষমতার লোক কি আছে যে এই প্রস্তাব নিয়ে চিন্তা করলে কাজ হবে )
শোনা কথা : বিশ্বরোড এর উপর নাকি ফ্লাইওভার হবে। এই খরচ দিয়ে কমলাপুর রেল স্টেশন সরিয়ে টংগি নিয়ে আসা যাবে , আমার ধারণা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।