জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯৫ জন শিক্ষক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবি করে বিবৃতি দিয়েছেন।
আজ বেলা ১১টার দিকে উপাচার্যর বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষক ফোরাম স্বজনপ্রীতি, অন্যায়, অবিচার, নির্যাতন, স্বোচ্ছাচার ও স্বৈরাতন্ত্রিক অভিযোগ তুলে লিখিত বিবৃতি দেন।
এদিকে, টানা পঞ্চম দিনের মতো ভিসি বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষক ও ভিসি পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। তবে অধিকাংশ সময় উপাচার্য অবস্থানের নামে সহ-উপাচার্যের বাসভবনে বিশ্রাম নিচ্ছেন বলে আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেছেন।
উপাচার্য নতুন ডিন নিয়োগ দেয়ায় তার প্রজ্ঞাপন বন্ধ রাখার দাবিতে সোমবার দুপুর দুটা থেকে এখনো পর্যন্ত নিজ কার্যালয়ে তাদের অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনরত শিক্ষকরা।
এদিকে, রেজিস্ট্রারকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার জন্য উপাচার্যের প্রতি দাবি জানিয়ে কর্মবিরতি পালন করছে অফিসার সমিতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।