সম্প্রতি প্রযুক্তিপণ্যবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, গুগল তাদের প্রথম অ্যান্ড্রয়েড গেইম ভেন্ডিং মেশিন জাপানের টোকিওতে স্থাপন করেছে।
এ ভেন্ডিং মেশিনগুলোর প্রতিটি ১৮টি গেইম বিক্রি করতে পারবে বলে জানিয়েছে এনগ্যাজেট। গেইম কেনার জন্য শুধু প্রয়োজন পড়বে অ্যান্ড্রয়েড ৪.০ অপারেটিং সিস্টেমচালিত একটি স্মার্টফোন, যাতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি প্রযুক্তি রয়েছে। ভেন্ডিং মেশিনের স্ক্রিনের নিচে স্মার্টফোনটি রেখে পছন্দের গেইমটি নির্বাচন করে দিলেই এনএফসি পেয়ারিংয়ের মাধ্যমে গেইমটি চলে আসবে স্মার্টফোনে।
ক্রেতা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী না হলেও অসুবিধা নেই।
ভেন্ডিং মেশিনটি নেক্সাস ৪ গেইমটি অফার করবে, যাদের স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নয়। গুগল জানিয়েছে, তারা এ ভেন্ডিং মেশিনগুলো এলজি জি২ দিয়ে পরীক্ষা করে দেখেছে। গেইম ডাউনলোডে কোনোরকম সমস্যা হয়নি বলেই জানিয়েছে তারা।
টোকিওতে মোট তিনটি গেইম ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। শুধু ১০দিন এ মেশিনগুলো সেখানে থাকবে বলেই জানিয়েছে এনগ্যাজেট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।