খাদিজা আখতার রেজায়ী ও আমার প্রতিবেশী ভাই তোমার ঘরে খাবার আছে তাদের ঘরে নাই।। দেখছো কতো মরছে মানুষ হাড় কাঁপানো শীতে কুন্ঠা কেনো গরীবদেরে গরম কাপড় দিতে তোমার মতো তারাও মানুষ তারাও তোমার ভাই রাখবে তাদের খবর যাদের খাবার কিছুই নাই।। আমার দেশের কতো মানুষ ফুটপাতে রয় পড়ে প্রখর রোদে কষ্ট পায় আর শীতেও তারাই মরে তোমার যদি পরার মতো তিনটে কাপড় থাকে একটি তুমি দিতে পারো যার কিছু নেই তাকে কমাও তোমার পিঠের বোঝা নইলে উপায় নাই প্রতিবেশীর পাশে দাঁড়াও প্রতিবেশী ভাই।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।