আমাদের কথা খুঁজে নিন

   

স্লিম হলেন অপু, চেষ্টায় শাবনূর

দৈহিক সৌন্দর্যের প্রতি নজর না দেওয়ার বদনাম রয়েছে ঢালিউড নায়িকাদের। অতীতে শাবানা, অঞ্জু, সুজাতা, ময়ূরী, মুনমুন থেকে শুরু করে হালের শাবনূর, অপুসহ অনেকেই পেয়েছেন ধুমসীসহ নানা অপবাদ। স্থূল শরীরের বেঢপ সাইজের নায়িকাদের কারণেই দর্শকের একটি বড় অংশ ঢালিউডের চলচ্চিত্র দেখতে চায় না। ফলে ভালো অভিনয় করেও দর্শক নজর কাড়তে ব্যর্থ হন এসব নায়িকা। আর যখন নিজের এই সমস্যার কথা বুঝতে পারেন তখন সব শেষ।

তাদের দর্শক গ্রহণযোগ্যতা আর থাকে না। বর্তমানে এ অবস্থার মুখোমুখি হয়েছেন শাবনূর ও অপু বিশ্বাস। প্রথমজন ঘোষণা দিয়েছেন স্লিম ফিগার গড়তে আগামী ছয় মাস অভিনয় থেকে বিরত থাকবেন । গত মাসে শাবনূর অভিনীত 'কিছু আশা কিছু ভালোবাসা' চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। এতে সমৃদ্ধ নির্মাণ, গল্প, গান থাকার পরেও শুধু শাবনূরের মেদ বহুল শরীরের কারণে চলচ্চিত্রটি গ্রহণ করেনি দর্শক।

এ অভিযোগ চলচ্চিত্রকারদের। কারণ নায়িকা বলতে যে দৈহিক

সৌন্দর্য থাকা দরকার তা এখন শাবনূরের মধ্যে নেই। তাই শাবনূরের সাফ কথা - আগামী ছয় মাস আর অভিনয় নয়। এসময়টি ব্যয় করব দৈহিক সৌন্দর্য পুনরুদ্ধারে। যতদিন ফিল্মে কাজ করব নায়িকা হিসেবেই থাকব।

এর আগে স্থূল শরীরের কারণে অপু বিশ্বাস চলচ্চিত্র থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন। বিষয়টি উপলব্ধি করতে পেরে বেশ কিছুদিন বড় পর্দা থেকে নিজেকে আড়াল রেখে জিমে গিয়ে কিছুটা স্লিম হয়ে ফিরেছেন তিনি। এখন চলচ্চিত্রে ব্যস্ততা বেড়েছে তার। অপুর দাবি ২০ কেজি ওজন কমিয়েছেন তিনি। এর আগে মৌসুমী সিঙ্গাপুর গিয়ে পেটের চর্বি কমিয়েছেন।

দর্শক-নির্মাতাদের কথায় নায়িকা মানে স্বপ্নের রাজকন্যা। পর্দায় যদি স্বপ্নের সঙ্গে বাস্তবের মিল খুঁজে না পায় তখনই হতাশ হয় দর্শক। মুখ ফিরিয়ে নেয় তাদের অভিনীত চলচ্চিত্র থেকে। দর্শক-নির্মাতারা বলেন শারীরিক সৌন্দর্য বজায় রাখা কঠিন কোনো ব্যাপার নয়। অতিরিক্ত খাদ্য বিশেষ করে ফাস্ট ফুড এবং তৈলাক্ত খাবার খেতে গিয়ে শারীরিক সৌন্দর্য নষ্ট করেন আমাদের দেশের তারকারা।

পাশাপাশি ঘুম এবং খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো ডিসিপ্লিন মানে না তারা। সময়মতো জিমেও যায় না। অথচ দৈহিক সৌন্দর্যই হচ্ছে নায়িকাদের অমূল্য সম্পদ।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.