'ডিজিটাল প্রযুক্তিতে সংস্কৃতির ভৌত সুবিধাদি সনি্নবেশকরণ শীর্ষক কর্মসূচি এবং 'দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন' শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৭ অক্টোবর থেকে তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রথম দিন জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ছ'টায় 'নৃত্য উৎসব' শিরোনামে অনুষ্ঠান রয়েছে। পরদিন সন্ধ্যা সাড়ে ছ'টায় দেশের ২০০ কণ্ঠশিল্পীর অংশগ্রহণে ২০টি অডিও সিডি নির্মাণ অনুষ্ঠান। ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছ'টায় 'যন্ত্রসংগীতে ঐকতান (অর্কেস্ট্রা)' শীর্ষক অনুষ্ঠান। এছাড়া আগামীকাল
বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে ৬ থেকে ১১ অক্টোবর জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।