আমাদের কথা খুঁজে নিন

   

শৃঙ্খলাকে গুরুত্ব দিলেন কোচ ক্যাপালো

ফিগোর ঘনিষ্ঠ বন্ধু ক্যাপালো ঢাকায় উড়ে এসেছেন। থাকবেন বেশ কিছুদিন। কেননা সাইফুল বারী টিটু থাকতে পারবেন না বলে মোহামেডান ফুটবল দলের প্রশিক্ষকের দায়িত্ব পেয়েছেন এ পর্তুগিজ। বাংলাদেশে অনেক ইউরোপিয়ান কোচের আগমন ঘটলেও এই প্রথম কোনো পর্তুগিজের দেখা মিলেছে। মঙ্গলবারই সংবাদ সম্মেলনে ক্যাপালো জানান ছয় মাসের চুক্তি হয়েছে মোহামেডানের সঙ্গে। গতকালই শিষ্যদের নিয়ে অনুশীলনে নামেন তিনি। তবে কঠিন কিছু নয়, শুরুতেই খেলোয়াড়দের দুই ভাগে বিভক্ত করে ২০ মিনিটের অনুশীলন ম্যাচ খেলান।

এ সময়ে তাকে সহযোগিতা করেন জুয়েল রানা। সাবেক এ ফুটবলার ক্যাপালোর সহযোগীর দায়িত্বে থাকবেন। অধিনায়ক জাহিদ হাসান এমিলিকে জিজ্ঞাসা করা হয় নতুন কোচকে কেমন মনে হলো। না, প্রথমদিন অনুশীলন করাননি, তাই উনি কেমন হবেন তা

বলতে পারচ্ছি না। তবে ভালোই শিক্ষা দিতে পারবেন মনে হয়, কেননা পর্তুগালের কোচ বাংলাদেশে খারাপ করার কথা নয়। এমিলির সঙ্গে আলাদাভাবে না বললেও পুরো দলের সঙ্গে পাঁচ মিনিট কথা বলেছেন। এ সময় ক্যাপালো মূলত গুরুত্ব দিয়েছেন শৃঙ্খলাকে। কারণ একটা দলের সাফল্যের পেছনে ডিসিপ্লিনটাই বড় ফ্যাক্টর। উল্লেখ্য, এবারে লিগে মুক্তিযোদ্ধার বিপক্ষে মোহামেডান তাদের প্রথম ম্যাচ খেলবে। আর এটাই হবে ঢাকার মাঠে ফিগোর বন্ধুর অভিষেক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.