আমাদের কথা খুঁজে নিন

   

শিল্পকলায় বছরব্যাপী শিশু চিত্রাঙ্কন কর্ম

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বছরব্যাপী শিশু চিত্রাঙ্কন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে এই কর্মশালার উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রশিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, খন্দকার রেজাউল হাশেম রাশেদ এবং সরকার জিয়াউদ্দিন বিপ্লব।

জয়নুল-জসীম-আলমুতী জন্মোৎসবের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম, পল্লীকবি জসীমউদ্দীনের ১১১তম এবং বিজ্ঞান লেখক ড. আবদুল্লাহ-আল-মুতী শরফুদ্দিনের ৮৪তম জন্মজয়ন্তীর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং বিজ্ঞান বিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে।

গতকাল সকাল ১০টায় কচি-কাঁচা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার ট্রাস্টি বোর্ডের সদস্য, বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

খেলাঘর সংস্কৃতি কেন্দ্রের পথচলা শুরু

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আরও প্রগতিশীল ও আত্দনির্ভশীল করে গড়ে তোলার লক্ষ্যে সংগীত, নৃত্য ও চারুকলা বিভাগ নিয়ে খেলাঘর সংস্কৃতি কেন্দ্রের পথচলা শুরু হলো।

গতকাল সকালে খেলাঘরের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাঘর সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন প্রফেসর মাহফুজা খানম।

'বাঙলা-বাঙালি-বাঙলাদেশী : আত্দপরিচয়ের সন্ধানে' বইয়ের মোড়ক উন্মোচন

জাতীয় সাহিত্য প্রকাশের ব্যানারে প্রকাশিত হলো প্রবীণ রাজনীতিক অজয় রায় রচিত 'বাঙলা-বাঙালি-বাঙলাদেশী : আত্দপরিচয়ের সন্ধানে' নামের বই। গতকাল সকালে জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করেন।

এশিয়াটিক সোসাইটির দ্বিবার্ষিক সম্মেলন

অনুষ্ঠিত হলো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ১৫তম দ্বিবার্ষিক সম্মেলন। গতকাল এই সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।

সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.