আমাদের কথা খুঁজে নিন

   

মোনালিসার কীর্তি বিনাশ দিবস আজ....

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই.....

এই শুনো... হে তোমাকে বলছি, দেখেছো, আজকের রোদটা কেমন মিষ্টি মিষ্টি? বাতাসে বাতাসে আনন্দের অনুরনন? পৃথিবীতে কেমন জানি উৎসবের রঙ লেগেছে? দেখো, গাছপালার সবুজে সতেজতা নতুনত্ব পেয়েছে...? আচ্ছা বলোতো এত্বোসব আয়োজন কেন? আমি বলছি শুনো, কারণ আজ তোমার জন্মদিন মানে, মোনালিসার কীর্তি বিনাস দিবস আজ। পৃথিবী এখন তোমাতে মূঢ়, মোহিত।

কবির কাব্য লিলায় এখন তোমার বিচরন। শিল্পির মোহনীয় তুলিতে এখন তোমার মায়াবী আঁখি, তোমার সুগন্ধে ভরা চুল। তুমি? এক বিষ্ময়ে ভরপুর দুষ্ট নারী। যাহাতে তোমার পরশ লাগে অপূর্ব হয়ে ধরা দেয় তা সবার কাছে। তাইতো আজ পৃথিবী তোমার জন্মদিন পালন করছে।

আয়োজন করছে স্বর্গীয় সাজে এক স্বর্গের অপসরীর আগমনের আনন্দ উপভোগে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।