আমাদের কথা খুঁজে নিন

   

তথ্য বিস্মৃতির জন্য দায়ী ইন্টারনেট!

আগের প্রজন্মের মানুষ তথ্য মনে রাখতে পারলেও বর্তমান প্রজন্ম মস্তিষ্ক না খাটিয়ে তার জন্য সার্চ করছে ইন্টারনেটে। যুক্তরাজ্যের গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন যে, মানুষের স্মৃতিশক্তি দ্রুত কমিয়ে দিচ্ছে ইন্টারনেট। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

গবেষকেরা যুক্তরাজ্যের দুই হাজার তরুণদের নিয়ে একটি জরিপ চালান। দেখা গেছে, অধিকাংশ মানুষই এখন অনলাইনে প্রয়োজনীয় যে কোনো তথ্যের জন্য গুগল সার্চের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ছে।

জরিপে ১৯৯৭ সালের একটি উল্লেখযোগ্য ঘটনার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। প্রিন্সেস ডায়ানা কবে মারা যান? অর্ধেকও বেশি মানুষ এ প্রশ্নটির সঠিক জবাব দিতে পারেননি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কবে হামলা হয়েছিল? এ প্রশ্নেরও উত্তর দিতে পারেননি অনেকেই।

গুরুত্বপূর্ণ তারিখ বা বিশ্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক ঘটনাই এখন মানুষের স্মৃতিশক্তি থেকে মুছে যাচ্ছে। গবেষকেরা এর জন্য ইন্টারনেটকেই দায়ী করছেন।

গবেষকেদের মতে, বর্তমানের ‘ইন্টারনেট প্রজন্ম’ অনেক কিছুতেই ইন্টারনেটের ওপর নির্ভরশীল।

জরিপে অংশ নেওয়া অধিকাংশের উত্তর ছিল, সহজে ইন্টারনেট সার্চ করলেই উত্তর পাওয়া যায় বলে তাঁরা আর মাথা খাটিয়ে উত্তর খোঁজেন না।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.