সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার্টআপ গ্রাইন্ড জানিয়েছে, শুক্রবার ধানমন্ডির ইএমকে সেন্টারে গুগল ফর ইন্টারপ্রেনার্স সপ্তাহের মাঝে যাত্রা শুরু করে এই প্রযুক্তিভিত্তিক কমিউনিটি।
স্টার্টআপ গ্রাইন্ড হচ্ছে উদ্যোক্তা, বিশেষ করে প্রযুক্তি উদ্যোক্তাদের এমন একটি কমিউনিটি, যা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। প্রায় ২০ দেশের ৫০টি শহরে চ্যাপ্টার আছে এই কমিউনিটির, যার মূল শক্তি হিসেবে আছে ‘গুগল ফর ইন্টারপ্রেনার্স’-- বলা হয় বিজ্ঞপ্তিতে।
স্টার্টআপ গ্রাইন্ডের মূল উদ্দেশ্য হচ্ছে, সম্ভাব্য এবং সফল উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ তৈরি করা। ২০১০ সালে সিলিকন ভ্যালিতে শুরুর পর একের পর এক দেশ এবং শহরে পাড়ি দিতে থাকে স্টার্টআপ গ্রাইন্ড। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার উদ্যোক্তা অংশ নিয়েছে স্টার্টআপ গ্রাইন্ডের বিভিন্ন অনুষ্ঠানে।
এ আয়োজনে একজন সফল উদ্যোক্তা বা টেক ব্যক্তিত্ব উপস্থিত থাকেন, তাকে হল ভর্তি দর্শকের সামনে ইন্টারভিউ করেন চ্যাপ্টার ডিরেক্টর। তিনি তার জীবনের সব অভিজ্ঞতা শেয়ার করেন, জয়-পরাজয়ের গল্প বলেন, মার্কেট নিয়ে আলোচনা করেন এবং অনুপ্রেরণা জোগান অন্যদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।