আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজার : ধাওয়া-পাল্টা ধাওয়া, ঝাড়ু মিছিল, গ্রেফতার, দিনশেষে সূচক বৃদ্ধি ৪২৮ পয়েন্ট



এলায়েন্স সিকিউরিটিজ সিইওর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের পুঁজিবাজার এখানে ক্লিক করুন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চতুর্থদিনের মতো দরপতনে পুলিশের সঙ্গে বিনিয়োগকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন শুরুর ৪০ মিনিটের মাথায় দরপতনের প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার বিনিয়োগকারী। তারা ঝাড়ু মিছিল এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে ােভ প্রকাশ করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারশেল নিপে করে। এ সময় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

৩ জন বিনিয়োগকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দিনশেষে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ৪২৮ পয়েন্ট। এদিকে গতকাল কারসাজির অভিযোগে স্থগিত ৫ ব্রোকারেজ হাউজের মধ্যে এলায়েন্স সিকিউরিটিজ এন্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। জানা যায়, গতকালের লেনদেন শুরুর ১০ মিনিটের মধ্যে ডিএসইর সাধারণ সূচক ২৩৬ পয়েন্ট বাড়লেও পরবর্তী আধাঘণ্টার মধ্যেই সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যায়। তবে দুপুর ২টার পর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কেনা শুরু করলে ডিএসইর সাধারণ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ল্য করা যায়।

বিশেষ করে সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি সিকিউরিটিজ বেলা ২টার পর বিপুল পরিমাণে শেয়ার কিনলে সূচক দ্রুতগতিতে বাড়তে থাকে। একই সময় মার্চেন্ট ব্যাংকসহ অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও শেয়ার কেনায় আগ্রহী হন। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এ আচরণে অস্বাভাবিকতা ল্য করা গেছে। বিশেষ করে গতকাল যখন সূচকের নিম্নগামী প্রবণতা ছিল, তখন মার্চেন্ট ব্যাংক ও অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কেনা থেকে বিরত ছিল। আবার কিছুটা দর বৃদ্ধির পর সূচক বাড়তে থাকলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিপুল পরিমাণে শেয়ার কিনে।

তাই সূচক স্বল্পসময়ে অস্বাভাবিক রকম বেড়ে যায়। এ কারণেই মাত্র এক ঘণ্টার ব্যবধানে ডিএসই হারানো সূচক পুনরুদ্ধার করে আগের দিনের চেয়ে ৪২৮ পয়েন্ট বৃদ্ধির মধ্যদিয়ে লেনদেন শেষ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে লেনদেনের আধা ঘণ্টা পর ডিএসই সাধারণ সূচক ৭৭ পয়েন্ট কমে গেলে বিনিয়োগকারীরা খ- খ- মিছিল নিয়ে ডিএসইর সামনে জড়ো হয়। এরপর দুপুর ১২টা থেকে তারা ডিএসই সংলগ্ন এলাকায় বিােভ শুরু করে। বিনিয়োগকারীদের বিােভের কারণে ডিএসই সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

ুব্ধ বিনিয়োগকারীরা পুলিশের দিকে ইট পাটকেল নিপে করে। দুপুর সোয়া ১২টায় বিনিয়োগকারীরা রহমান ম্যানসনে ইট পাটকেল নিপে করে। এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে উত্তেজিত বিনিয়োগকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ ৬ রাউন্ড টিয়ারসেল নিপে করে। পুলিশ লাঠিচার্জ করলে সাংবাদিক ও পুলিশসহ কয়েকজন বিনিয়োগকারী আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। এদের মধ্যে আবদুর রব, নজরুল ইসলামকে হাবিব সিকিউরিটিজ থেকে আটক করা হয়। আটক হওয়া অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এদিকে ডিএসই এলাকায় বিােভ মিছিলে অনেক নতুন মুখ দেখা গেছে। তারা সাংবাদিকদের ভিডিও ফুটেজ নিতে বাধা দেয়।

বেলা পৌণে ২টায় ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চাইতে কিছুটা বাড়লে বিনিয়োগকারীরা লেনদেনে মনোযোগী হন। ফলে ডিএসই এলাকার পরিবেশ স্বাভাবিক হয়ে পুনরায় যান চলাচল শুরু হয়। বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের শুরুতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্সসহ মৌলভিত্তির শেয়ারের দর বাড়ায় মাত্র ১০ মিনিটের মধ্যে সাধারণ সূচক ২৩৬ পয়েন্ট বৃদ্ধি পায়। তবে পরবর্তী দেড় ঘণ্টায় অধিকাংশ শেয়ারের দর কমার কারণে সূচক ৭৭ পয়েন্ট কমে পায়। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার কেনা শুরু করলে মার্কেট ঘুরে দাঁড়ায়।

লেনদেন শেষে সূচক ৪২৮ পয়েন্ট বেড়ে ৬৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪৩টির এবং কমেছে ১১টির। লেনদেন হয়েছে ৭৮৭ কোটি টাকার। এদিন ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে- ৩ লাখ ৪ হাজার কোটি টাকা। এদিকে আগ্রাসি সেলে জড়িত এলায়েন্স সিকিউরিটিজ এন্ড ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

এর ফলে এলায়েন্স সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা পঙ্কজ রায়ের এ ব্রোকারেজ হাউজের কর্মকা-ে অংশগ্রহণ করতে কোন বাধা রইল না। এসইসির প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে এসইসির মুখপাত্র সাইফুর রহমান জানিয়েছেন। অন্যদিকে অন্য ৪ ব্রোকারেজ হাউজের সিইওর ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি। এরমধ্যে দোষ স্বীকার ও দোষীদের শাস্তি দেয়ায় এনসিসি ব্যাংক সিকিউরটিজের সিইওর ওপর আরোপিত নিষেধাজ্ঞা আগেই প্রত্যাহার করা হয়। প্রধানমন্ত্রীর হস্তপে কামনা : স্থিতিশীল ও উৎপাদনমুখী পুঁজিবাজার এবং বাজারের ওপর আস্থা ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর হস্তপে কামনা করেছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বেলা ১১টায় পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক মিজানুর রশীদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, শাহনেওয়াজ জুয়েল, আতা গাজী, মাহবুব, আকবর খান, জিহাদ প্রমুখ। দেশের বিভিন্ন স্থানে বিােভ : পুঁজিবাজারে দরপতনে গতকাল দেশের বিভিন্ন স্থানে বিােভ করেছে বিনিয়োগকারীরা। রাজশাহী ব্যুরো জানায়, বেলা সোয়া ১২টায় বিনিয়োগকারীরা বিােভ মিছিল বের করে। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায় আইসিবির সামনের সড়কে বিনিয়োগকারীরা ব্যাপক বিােভ করে। বিােভকালে আইসিবি ভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়। মৌলভীবাজার প্রতিনিধি জানান, দুপুরে রাস্তায় নেমে আসে মৌলভীবাজারের বিনিয়োগকারীরা। এ সময় মৌলভীবাজার জেলা ইনভেস্টার ফোরামের উদ্যোগে শহরের চৌমুহনা চত্বরে আয়োজিত মানববন্ধনে জেলা সদরের সহস্রাধিক বিনিয়োগকারী অংশ নেয়। মানববন্ধন শেষে বিনিয়াগকারীরা শহরের চৌমুহনা চত্বরে সড়ক অবরোধ করে।

বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা জুতা হাতে পুঁজিবাজারে অস্থিরতার জন্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, এসইসি এবং ডিএসই কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানিয়ে সেøাগান দেয়। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইউসিবিএল, গ্রামীণফোন, বেক্সিমকো লিমিডেট, তিতাস গ্যাস, বে-লিজিং, পিপলস লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, বেক্সটেক্স ও ওয়ান ব্যাংক লিমিটেড। দর বৃদ্ধিতে প্রধান ১০টি কোম্পানি হলো, দেশবন্ধু পলিমার, ফু-ওয়াং ফুডস, বিডি ফাইন্যান্স, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, রেকিট বেঙ্কাইজার, আরএন স্পিনিং, কর্ণফুলী ইনস্যুরেন্স, কেয়া কসমেটিকস, উত্তরা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ব্র্যাক ২য় বন্ড, সমতা লেদার, মুন্নু স্টাফলার, সমরিতা হাসপাতাল, সাভার রি-ফ্রেক্টরিজ, রেকিট বেঙ্কাইজার, সোনারগাঁও টেক্সটাইল, লীগেসী ফুটওয়্যার, লিব্রা ইনফিউশনস ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্স।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.