উপাচার্য ও শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থান, শিক্ষক ও অফিসার সমিতির কর্মবিরতি এবং রেজিস্ট্রাররা অবরুদ্ধ থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো উদ্যোগ না নেওয়ায় নানা প্রশ্ন দেখা দিয়েছে অভিজ্ঞ মহলে। ডিন নিয়োগ প্রত্যাহারের দাবিতে ৩০ সেপ্টেম্বর থেকে ফাইলসহ টানা সাতদিন ধরে রেজিস্ট্রারদের অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষকরা।
গতকাল পর্যন্ত টানা সপ্তম দিনের মতো রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রার নিজ কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। অন্যদিকে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবি করে উপাচার্যের বাসার সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন সাধারণ শিক্ষক ফোরাম। উপাচার্যও নিজ বাসার সামনে শিক্ষকদের অবস্থানের প্রতিবাদ জানিয়ে সেখানেই পাল্টা অবস্থান নিয়েছেন। ফলে গত ১ অক্টোবর থেকে উপাচার্য ও আন্দোলনকারী শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থান অব্যাহত রয়েছে। এদিকে অবরুদ্ধ রেজিস্ট্রারদ্বয়কে মুক্ত করার দাবিতে বুধবার থেকে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। এদিকে বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে তদন্ত কমিটি গত বৃহস্পতিবার শিক্ষা সচিবের কাছে প্রতিবেদন জমা দিলেও তা প্রকাশ করা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।