আমাদের কথা খুঁজে নিন

   

সমস্যা সমাধানের ভার দলগুলোর: স্পিকার

“এ বিষয়ে যদি সরকারি ও বিরোধী দল সংসদে আলোচনা করতে চায়, তাহলে আমার সব ধরনের সহযোগিতা থাকবে,” বলেছেন তিনি।
বৃহস্পতিবার সিলেটে হজরত শাহজালালের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিরীন শারমিন একথা বলেন।
বর্তমান সংবিধান অনুযায়ী, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ই নির্বাচন হবে। আর এক্ষেত্রে সংবিধান অনুসরণের পক্ষপাতি ক্ষমতাসীন দল।
অন্যদিকে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছে বিএনপি।

তা না হলে বিএনপি নির্বাচন বয়কটের হুমকিও দিয়েছে।
স্পিকার বলেন, “নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত হতে হবে। আর যে কোনো সিদ্ধান্ত মূলত সরকারি ও বিরোধী দলকেই নিতে হবে। ”
সংসদ সদস্য গোলাম মাওলা রনির সাংবাদিক নির্যাতনের বিষয়ে প্রশ্ন করা হলে এই বিষয়ে সরাসরি কিছু বলেননি শিরীন শারমিন।  
তিনি মনে করছেন, বিষয়টির সুরাহা আইনি প্রক্রিয়ায়ই হবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.