বিদ্যুৎ নিয়ে এ মুহুর্তে আমাদের দেশের সকল মানুষ একটা বড় সমস্যার মধ্যে আছে অথচ অদূর ভবিষ্যতে তা দূর করার কোনো লক্ষন দেখা যাচ্ছেনা। জনগনের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে, সরকার আদৌ
এ সমস্যাটিকে গুরুত্ব দিচ্ছে কিনা? দিলেও তা যথেস্ট কিনা? বিদ্যুৎ খাতকে সরকার অগ্রাধিকার না দিয়ে বিগত শাসনামলের ওপর স্বভাবজাত দোষ চাপিয়ে নিজের দায় এড়ানোর নির্লজ্জ চেষ্টা করছে। কেন এ খাতে জরুরী অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছেনা ? অথচ নিজেদের আরাম-আয়েশের জন্য তড়িঘড়ি ব্যবস্হা নিতে কোন দেরী হয়না তাদের। জনগন কি তবে তাদেরকে ক্ষমতায় এনে ভূল করেছে আর আমরা সেই ভূলের মাশুল দিচ্ছি মাত্র?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।