আমাদের কথা খুঁজে নিন

   

বসন্তের দূষিত নষ্ট আকাশ মেঘ

http://www.facebook.com/reyad.parvez.3

সেই যে সেবার চলে গেলে- আমিও জানতাম,তুমিও জানতে- তবু বলেছিলে,আজ আসি, আবার দেখা হবে. আমিও বুঝেছিলাম,তুমিও বুঝেছিলে- আর যে ফেরা হবে না, হবে না চৈত্রক্লান্তির কাঠ ফাটা রোদে হঠাত্‍ ঝমঝমে বৃষ্টির অন্তহীন সুখ- কিংবা একই অন্ধত্বে দুজনার নির্ভাবনায় চলা, আমরা দুজনে যে একই অসুখে সুখী হতে চেয়েছিলাম, কিন্তু দেখেছিলাম শরতের ছেড়া ছেড়া শুভ্র মেঘে উড়ে সমাজের নোংরা নিউজপেপার- ঠাসা বুনোটে সমাজপতিদের ঘটনার ঘনঘটা- ক্লাবঘর,উশৃঙ্খল জীবনাদর্শন,বহু রক্ষিতার বৈধ প্রদর্শন, সমাজের লাইসেন্সপ্রান্ত ন্যুইসেন্সদের বৈধ মালিকানায়- কোনঠাসা আমার প্রেমের কবিতা, প্রেম করে তুমি আমি যে পাপী হয়ে গেছি... তুমি তোমার পথে যাও- আমি আমার পথে, বলে দিও পথের সবাইকে- আমরা কেউ বাড়ি নেই. সমাজের নোংরা ডাষ্টবিনের অহেতুক বজ্যে ভাসুক- বসন্তের উচ্ছ্বল নোনতা নষ্ট আকাশ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।