আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় আহত একজনের মৃত্যু

নেজামে ইসলাম পার্টির একাংশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলামের লালখান বাজার মাদরাসায় বিস্ফোরণে আহত এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম হাবিব (২৫)। সোমবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বিস্ফোরেণে পর আহত হাবীব হালি শহর জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেয়ার সময় সোমবার দুপুরে পুলিশের হাতে আটক হয়।

এদিকে একই বিস্ফোরণে আহত নূরুন্নবী নামে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর লালখান বাজারের জামিয়াতুল উলুম মাদরাসার দারুল ইফতা বিভাগের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে ওই কক্ষে থাকা মাদরাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। মাদ্রাসা থেকে তিনটি গ্রেনেড উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.