অবশেষে ৩২তম বিশেষ বিসিএস এ উত্তীর্ণদের নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে নিয়োগ পেয়েছেন এক হাজার ৬১৯ জন। গতকাল বিকেলে মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে কারিগরি ক্যাডারের প্রবেশ পদে এক হাজার ৬১৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের নির্ধারিত প্রতিষ্ঠানে কমপক্ষে চার মাসের প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ নেয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ নিতে হবে। প্রসঙ্গত, এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধা, উপজাতি ও নারী কোটায় নিয়োগ দেয়া হয়। আদেশে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের দুই বছর শিক্ষানবিস হিসাবে কাজ করতে হবে।
এই সময়ে চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা হবে।
সাফল্যের সঙ্গে প্রশিক্ষণ শেষ, বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে শেষ করলে চাকরিতে স্থায়ী করা হবে বলেও আদেশে বলা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।