আমাদের কথা খুঁজে নিন

   

ইসিকে চিঠি দিয়েছে বিএনএফ

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) বিষয়ে ইসির পুনঃতদন্তের রিপোর্ট তাদের বিপক্ষে যাচ্ছে বলে দলটির পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। গতকাল দলটির চিফ কো-অর্ডিনেটর ও মুখপাত্র এস এম আবুল কালাম আজাদ চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে এ আশঙ্কার কথা জানান। গতকাল বিএনএফের প্রতিনিধি দল নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারকের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বিএনএফের জেলা, উপজেলা ও থানা কার্যালয়ের হালনাগাদ তথ্য পুনঃযাচাইয়ের আপত্তি জানান। পাশাপাশি তদন্তকাজে ইসির নিরপেক্ষ ভূমিকা কামনা করেন দলটির মুখপাত্র আজাদ। চিঠিতে বলা হয়েছে, তদন্তে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বিমাতাসুলভ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। তারা (তদন্ত কর্মকর্তারা) বিষয়বস্তুর বাইরে গিয়ে অহেতুক কিছু প্রশ্ন করেছেন যা অদৃশ্য ইশারা বাস্তবায়নের ইঙ্গিত বহন করে। এদিকে ইসিতে এসে বিএনএফের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশের পর প্রতিবেদনের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সহকারী সচিব মিছবাহউদ্দিন আহমদ বলেন, কিছু রিপোর্ট এসেছে এবং এখনো কিছু বাকি আছে। আশা করছি যথাসময়ে চলে আসবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.