বরিশালের নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল ও বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরিনকে সংবর্ধনা দেওয়া নিয়ে উজিরপুরে দলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বিকাল ৩টার দিকে উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মাজেদ তালুকদার মন্নান মাস্টার জানান, বিগত সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করা 'বিতর্কিত' লোকজনকে পৌর ও উপজেলা যুবদলের কমিটিতে ঠাঁই দিয়েছেন জেলা বিএনপি সভাপতি আহসান হাবিব কামাল ও সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন। উপজেলা বিএনপির কোনো নেতাকে না জানিয়ে'বিতর্কিত' এসব লোকজনের উদ্যোগে উজিরপুর বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গতকাল অতিথিরা ইচলাদী এলাকায় পেঁৗছলে তাদের বাধা দেয় মূল ধারার নেতা-কর্মীরা। এ সময় দুই পক্ষে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উভয় পক্ষের লোকজনের ওপর লাঠিচার্জ ও দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে মেয়র কামাল ও শিরিন পুলিশ প্রহরায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মহাসড়কে স্থানীয় বিএনপির দুই পক্ষ হাতাহাতিতে লিপ্ত হলে পুলিশ তাদের লাঠিচার্জ ও ২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।